কোওয়ার্ক এর নেটওয়ার্কিং আড্ডা আগামীকাল শনিবার
কোওয়ার্ক আগামী ২৯ তারিখ শনিবার বনানীতে আয়োজন করেছে নেটওয়ার্কিং আড্ডা।
অফিস শেয়ার করে একসাথে কাজ করার সুবিধা নিয়ে তৈরী হয়েছে কো-ওয়ার্ক গ্রুপ। গ্রুপ তৈরীর সাথে সাথে আয়োজন করা হয়েছিল কোওয়ার্ক মিটাপের আর তারই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার ২৯ শে ফেব্রুয়ারী হতে যাচ্ছে কোওয়ার্ক এর নেটওয়ার্কিং বিষয়ক আড্ডা যেখানে আলোচনা করা হবে ডিজিটাল মার্কেটিং নিয়ে।
কোওয়ার্ক মিটাপে এবার ডিজিটাল মার্কেটিং এর টিপস এন্ড ট্রিক্স আলোচনা করা হবে। কিভাবে ব্যাবসায়ে ভালো করা যায়, কিভাবে মার্কেটিং করলে ফলপ্রসূ হবে সেই সব বিষয়ে ধারণা দিতেই এবারের আয়োজন।
বরাবরের মত এবারো ও কোওয়ার্ক এর মিটাপে সারপ্রাইজ থাকছে।
আসন সংখ্যা সীমিত তাই কোওয়ার্ক এর দেয়া ইভেন্ট লিংক থেকে এখনি রেজিস্ট্রেশন করে চলে আসুন কোওয়ার্কের আড্ডায়।
ঠিকানাঃ কো-স্পেস। লেভেল-৪, ৩৪ আওয়াল সেন্টার, কামাল আতাতুর্ক এভেনিউ, বনানী ১২১৩।
সময়ঃ বিকাল ৪টা থেকে ৭টা
তারিখঃ ২৯-০২-২০২০
রেজিষ্ট্রেশন ফি ১০০ টাকা অন স্পট নেওয়া হবে।
রেজিস্ট্রেশন লিংকঃ এখানে ক্লিক করে গুগল ফর্ম পূরণ করুন
গ্রুপ লিংকঃ KoWork- Office Sharing & Co Working