ক্রিকেট
গোটা টাইগার স্কোয়াড ২ নম্বর জার্সিতে বিদায় দিলেন মাশরাফিকে
গোটা টাইগার স্কোয়াড ২ নম্বর জার্সিতে বিদায় দিলেন মাশরাফিকে!
অধিনায়কত্ব ছাড়লেন। এখন রইল বাকি শুধু ক্রিকেটার মাশরাফি। একদিন ক্রিকেটার মাশরাফিকেও থেমে যেতে হবে। এ প্রসঙ্গে মাশরাফি নিজেই বলে গেলেন, ‘বিদায় তো বিদায়ই, ঘরে বসে নেন আর মাঠ থেকে।’
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে দিয়ে শেষ হলো অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অধ্যায়ের। অধিনায়ক হিসেবে নিজের শেষ সংবাদ সম্মেলনে অনেক কথাই বললেন মাশরাফি
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত সেরা অধিনায়কের তকমাটা মাশরাফি বিন মোর্ত্তজার নামের পাশেই। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন ছয় বছর ধরে পালন করা অধিনায়কের দায়িত্ব।
জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের পর মাশরাফিকে কাঁধে তুলে নিয়েছিলেন তামিম। দলের সবাই মাশরাফির ২ নম্বর জার্সি পরেছিলেন। বুকের ওপর লেখা ছিল ‘ধন্যবাদ অধিনায়ক’। এ আয়োজন নিয়ে মাশরাফি বলেন, ‘আজ ওরা যা করেছে আমি জানতাম না। জানলে অন্যরকম হতো।’