বিয়ের তথ্য গোপনের মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মিলা
দেশের মিউজিক ইন্ডাস্ট্রির পরিচিত নাম কণ্ঠশিল্পী তাশবিহা বিনতে শহীদ ওরফে মিলা।
বিয়ের তথ্য গোপনের অভিযোগে সাবেক স্বামী এস এম পারভেজ সানজারির করা মামলায় জামিন পেয়েছেন সংগীতশিল্পী তাজবিহা বিনতে শহীদ মিলা ও তার বাবা শহীদুল ইসলাম। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার এই জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্র বলছে, আজ বুধবার (১১ মার্চ) এই মামলায় মিলা ও তাঁর বাবা শহীদুল ইসলাম ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
আরোও পড়ুনঃ টালিউড অভিনেত্রী পূজা ব্যানার্জি বিয়ের ঘোষণা দিলেন
শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তাপস চন্দ্র দাস।
এর আগে বিয়ের তথ্য গোপন করার অভিযোগে গত বছরের ৩ সেপ্টেম্বর মিলার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন পারভেজ সানজারি।
মামলাটি আমলে নিয়ে পল্লবী থানাকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। ৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ সমন জারি করেন। সেখানে ১১ মার্চ তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছিল।