ভর্তি ও পরীক্ষা ফি কমানোর দাবি সরকারি সাত কলেজের
ভর্তি ও পরীক্ষা ফি কমানোর দাবি সরকারি সাত কলেজের
বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,সাত কলেজ (ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুনন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ) শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই,কে সেলিম উল্লা খোন্দকার স্যার বরাবর সাত দফা সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আরোও পড়ুনঃ রেফারেন্স লেটার বা সুপারিশপত্র কোথায় পাবেন
শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দাবিগুলো ৭ কলেজের শিক্ষা কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি (ফোকাল পয়েন্ট) কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকারের কাছে স্মারকলিপি আকারে দেয়।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান, কবি নজরুল কলেজের শাখার সাধারণ সম্পাদক বিপ্লব পাটোয়ারী, তিতুমীর কলেজ শাখার সভাপতি সুহেল মৃধা ও সাধারণ সম্পাদক খোরশেদ, বাঙলা কলেজ শাখার সাধারণ সম্পাদক আশিক ও সোহরাওয়ার্দী কলেজ শাখার সাধারণ সম্পাদক কাউসার আলী।