জাতীয়

রাজধানীর মিরপুরে রূপনগর বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। রাজধানীর মিরপুরে রূপনগর বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে।

আজ বুধবার (১১ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রূপনগরের রজনী গন্ধার পেছনের বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

স্থানীয়রা জানায়, হাজারো মানুষের বসবাস মিরপুরের এ বস্তিতে। এখানে অবৈধ গ্যাস লাইন, বিদ্যুতের লাইন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

তারা জানান, অনেকের ঘরে লোক না থাকায় তাদের মালামাল পুড়ে ছাই হচ্ছে। আগুনের তীব্রতার জন্য আশপাশে দাঁড়ানো যাচ্ছে না।

এর আগে রূপনগর বস্তির পাশে মিরপুর-৭ নম্বর সেকশনের চলন্তিকা বস্তিতে গতবছর আগাস্টে এবং চলতি বছর জানুয়ারিতে দুই দফা অগ্নিকাণ্ড ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Unblock Your Adblocker!