স্বামী আনন্দ আহুজার সাথে কোয়ারেন্টিনে সোনম কাপুর
বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি করোনাভাইরাস নিয়ে আতঙ্কে রয়েছে ভারতীয়রাও।
এরই মধ্যে বেশিরভাগ বলিউড তারকারা ই নিজেদেরকে বাড়িতে আটকে রেখেছেন তথা হোম কোয়ারেন্টাইন করছেন। বাসার ছাদেই শরীর চর্চা করতে দেখা গেছে ক্যাটরিনাসহ আরও অনেককেই।
নিজেদের সুরক্ষায় এবার ঘরে থাকা মানুষদের দলে যোগ দিলেন প্রেম রতন ধন পায়ো খ্যাত অভিনেত্রী সোনম কাপুর।
স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডন থেকে মুম্বাই ফিরেছেন সোনম কাপুর। দেশে ফিরে অবশ্য ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে সোনম ও আনন্দকে। আর কোয়ারেন্টিনে থাকার বিষয়টিকে বেশ ইতিবাচকভাবে দেখছেন সোনম।
আরোও পড়ুনঃ বিতর্কে কবির সিং খ্যাত অভিনেত্রী কিয়ারা আদভানি
এই অভিনেত্রী বলেন, করোনাভাইরাস সারাবিশ্বে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে, সেখানে অবশ্যই কোয়ারেন্টিনে থাকার দরকার রয়েছে। এটা অবশ্যই সবার মানা জরুরি।
নিজের জন্য, স্বজনদের জন্য এবং দেশের জন্য এতটুকু তো আমাদের করতেই হবে। সবাইকে বিয়ষটি মেনে চলারও অনুরোধ করেন তিনি।
উল্লেখ্য, চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে প্রায় আট হাজার মানুষের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চীনে মৃত্যু হয়েছে তিন হাজার ২৩৭ জনের।
আর বৈশ্বিক আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে দুই লাখ ছাড়িয়েছে। বিপরীতে চীনে আক্রান্ত হয়েছে ৮০ হাজার মানুষ। তবে বিশ্বজুড়ে সুস্থ হয়েছে ৮৩ হাজার মানুষ।
এর আগে করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে আইপিএল ও পিছিয়ে দেয়া হয়েছে। টুর্নামেন্টের শেয়ারহোল্ডারসহ জনগণের স্বাস্থ্য সুরক্ষা সম্বন্ধে বিসিসিআই যথেষ্ট সচেতন।