ক্রিকেটখেলাধুলা

হার্শা ভোগলে বললেন সাকিবের সব কিছুই পরিকল্পিত

হার্শা ভোগলে বললেন সাকিবের সব কিছুই পরিকল্পিত। আগামী এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। একই সময়ে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসর।

এদিকে জাতীয় দল আর আইপিএলের দোটানায় সাকিব শেষ পর্যন্ত আইপিএল ই বেছে নিয়েছে। সাকিবের সিদ্ধান্তে সায় দেয় বিসিবিও। শুক্রবার সকালে জানা যায় লঙ্কানদের বিপক্ষে টেস্ট না খেলার অনুমতিও পেয়ে যান এই বাঁহাতি অল-রাউন্ডার।

এদিকে দেশের ক্রিকেট মহল নাখোশ হলেও জনপ্রিয় ধারাভাষ্যকার হারশা ভোগলে সাকিবের পক্ষেই তার মত দিয়েছেন।


আরোও পড়ুনঃ ঘুরতে যাবার আগে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন


হার্শা ভোগলে বললেন সাকিবের সব কিছুই পরিকল্পিত


আরোও পড়ুনঃ এবারের আইপিএলে নতুন ঠিকানায় যাচ্ছে মোস্তাফিজ


টুইটে জানান হার্শা ভোগলে, ‘অনেকেই দেশের ক্রিকেট থেকে আইপিএলকেই বেছে নেয়। সাকিবও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট না খেলে খেলবেন আইপিএলে।

আগামী দুই বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। তাই আইপিএলকে বেছে নেওয়ার সিদ্ধান্ত কঠিন হচ্ছে না।’

এদিকে দিনভর সাকিবকে মুণ্ডুপাত করে চলছেন অনেক সমর্থক। তাতে সায় মিলেছে সাকিব আল হাসানের স্ত্রী উম্মে শিশিরের।

অপরদিকে ফেসবুকে হার্শা ভোগলের পোস্ট করে লিখেছেন, ‘সাকিবের সব কিছুই পরিকল্পিত।’

কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে। সাকিবকে পেয়ে কলকাতা যেমন উচ্ছ্বসিত, তেমনটা সাকিবও।

সাকিব আল হাসান এক ভিডিও বার্তায় বলেছেন, ‘খুবই রোমাঞ্চিত কেকেআরের হয়ে খেলতে পারব এবারও। ২০১২ ও ২০১৪ তে যেভাবে খেলেছি, শিরোপা জিতেছি সেভাবে খেলার চেষ্টা করব। আমি মুখিয়ে আছি কলকাতার হয়ে খেলার জন্য।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Unblock Your Adblocker!