অধিনায়ক মাশরাফির বিদায় ৫০তম বিজয়ের মাধ্যমে
তৃতীয় ওয়ানডেতে ডি/এল নিয়মে জিম্বাবুয়েকে ১২৩ রানে হারাল বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত সেরা অধিনায়কের তকমাটা মাশরাফি বিন মোর্ত্তজার নামের পাশেই। জিম্বাবুয়েকে তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল মাশরাফি বিন মুর্তজার দল। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন ছয় বছর ধরে পালন করা অধিনায়কের দায়িত্ব।
তাই আজকের ম্যাচটার প্রতি ছিল বাড়তি আকর্ষণ। সিরিজের প্রথম দুই ম্যাচে দর্শকশূন্য গ্যালারি দেখা গেলেও আজ ছিল পরিপূর্ণ।
অধিনায়ক মাশরাফির বিদায়ী ম্যাচ বলে কথা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগের দুই ওয়ানডেতে তেমন দর্শক দেখা যায়নি। আজ তৃতীয় ওয়ানডেতে দৃশ্যটা কিছুটা হলেও পাল্টেছে। বেশ ভালোসংখ্যক দর্শকের উপস্থিতি। প্রচুর ব্যানার। এর মধ্যে বেশির ভাগ ব্যানারেই একটি নাম—মাশরাফি! জয়ের পর এ নামটিই মাথায় করে রাখলেন তামিম-লিটনরা।
মাশরাফি বিন মোর্ত্তজার নেতৃত্ব এই সিরিজসহ বাংলাদেশ পেয়েছে পাঁচ বার হোয়াইটওয়াশের স্বাদ।
খেলা শেষে ক্রিকেটারেরা সবাই পড়েছিলেন একই ২ নম্বর জার্সি—যেখানে বুকের ওপর বড় করে লেখা ‘ধন্যবাদ অধিনায়ক।’
যেটুকু বাকি থাকে তা শুধুই আনুষ্ঠানিকতা আর অধিনায়ক মাশরাফির বিদায়ী ম্যাচকে যতটুকু সম্ভব রাঙানো। ব্যাটিংয়ে তামিম ইকবাল-লিটন দাসের পর বোলিংয়ে ‘যৌথ প্রযোজনা’য় সে কাজটিই করেছেন বোলাররা। তাতে তৃতীয় ওয়ানডেতে ১২৩ রানের জয়ে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল বাংলাদেশ। আর অধিনায়ক হিসেবে মাশরাফি তাঁর শেষ ম্যাচে দেখা পেলেন ৫০তম জয়ের। ৩৭.৩ ওভারে ২১৩ রানেই অলআউট জিম্বাবুয়ে।