আকাশ ডিটিএইচ কানেকশন নিতে চাচ্ছেন
আকাশ ডিটিএইচ কানেকশন নিতে চাচ্ছেন? আপনি যদি বাংলাদেশের প্রথম ও একমাত্র ডিটিএইচ আকাশ এর একজন গ্রাহক হতে চান তাহলে এই বিষয়গুলো আপনার জেনে নেয়া দরকার। আকাশ ডিটিএইচ কানেকশন নিতে চাচ্ছেন?
চলুন জেনে নেয়া যাক আকাশ ডিটিএইচ সম্পর্কেঃ
আকাশ ডিটিএইচ হচ্ছে বাংলাদেশ এর প্রথম ডাইরেক্ট টু হোম (ডিটিএইচ) যা বেক্সিমকো কোম্পানি দ্বারা বাংলাদেশে চালু করা হয়েছে। দেশের বিনোদন শিল্পকে বৈপ্লবিক রূপ দেবে এমন মানসম্মত সেবার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয় আকাশ ডিটিএইচ এর।
ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ এর মাধ্যমে আকাশ আপনার বাসায় বসানো ছোট একটি ডিশ দিয়ে সিগন্যালগুলি সরাসরি উপগ্রহ থেকে রিসিভ করে। রিসিভ করা সিগ্ন্যাল ডিশ থেকে ক্যাবলের মাধ্যমে আপনার ঘরে রাখা সেটটপব বক্সে যায় এবং সেই বক্স থেকে টিভিতে সংযোগ দেয়ার মাধ্যমে আপনার টিভিতে আপনি অনুষ্ঠান উপভোগ করতে পারেন।
এখানে দূর থেকে কন লাইন টেনে নেয়া লাগছে না ক্যাবলের সাহায্যে। যার কারনে সংযোগ কেটে যাবার ভয় থাকে না। এভাবেই নিরবিচ্ছিন্ন সেবা পৌঁছে যাচ্ছে আপনার টিভিতে।
আকাশ ডিটিএইচ একটি বৈধ সেবা যার দ্বারা দেশের টাকা দেশেই থাকবে, স্যাটেলাইট ভাড়া বাবদ, চ্যানেল কে দেয়া টাকা, সাবস্ক্রিপশন ফি এর সাথে যুক্ত ট্যাক্স বাংলাদেশ সরকার পাবে। দেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব রাখছে। এই সেক্টরে দেশের মেধাবী দের কর্মসংস্থান সৃষ্টি হবে, হচ্ছে।
আকাশ ডিটিএইচ কানেকশন নিতে চাচ্ছেন?
লোকাল ক্যাবল এর দাম এর সাথে তুলনা করার মানুষিকতা না থাকলে চোখ বন্ধ করে নিয়ে নেন আকাশ।
দেশের সেরা সেবা পাবেন এই মুহূর্তে আকাশ DTH এর মাধ্যমে। পুর দেশ জুড়ে সমান সেবা ও কোয়ালিটি নিশ্চিত করেছে আকাশ। টিভি দেখার অভিজ্ঞতা পুরোপুরি পাল্টে দিবে।
সুবিধাঃ
■ আকাশ DTH এ ছবি ঝকঝকে পাবেন সাথে আধুনিক সেবা।
■ আকাশ ২৪ ঘন্টা চলে, আকাশের Set Top Box ও টিভিতে বিদ্যুৎ সরবরাহ করতে পারলেই যেকোনো যায়গায় আকাশ চলবে। সোলার দিয়েও আকাশ চলবে।
■ PVR ( রেকর্ডিং)
■ Live Pause ( লাইভ টিভি Pause করে আবার সেখান থেকে প্রগ্রাম দেখতে পাওয়ার সুবিধা)
■ অনলাইন পোর্টাল থেকে আপনার একাউন্ট নিয়ন্ত্রণ করতে পারা।
■ সুবিধা মত টাকা পরিশোধ করার ব্যবস্থা ( bkash, rocket nagad, visa, master, আকাশ অনলাইনের মাধ্যমে রিচার্জ)
■ ছয় মাসের টাকা একবারে রিচার্জ করলে ১ মাস ফ্রি, ১২ মাসের টাকা একবারে রিচার্জ করলে ২ মাস ফ্রি।
■ মাঝে মাঝে বিভিন্ন অফার ( ক্যাশবাক, ফেস্টিভ্যাল অফার)
■ ২৪/৭ কল সেন্টার এর মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ করার সুবিধা।
■ বাসা পরিবর্তন করলেও সাথে সাথে আকাশ নিয়ে যাওয়ার সুবিধা।
■সুবিধা মত চ্যানেল প্যাকেজ।
আরোও পড়ুনঃ আকাশ ডিটিএইচ এর সকল তথ্য ও আপডেট
বর্তমানে আকাশের রয়েছে ৩টি প্যাকেজ।
২৪৯ আকাশ লাইট (সাথে add on প্যাক)
৩০০ আকাশ লাইট+ ( সাথে add on প্যাক)
৩৯৯ আকাশ স্ট্যান্ডার্ড ( info2 add on প্যাক)
আকাশের রয়েছে দুইটি বক্স – একটি স্ট্যান্ডার্ড এবং আরেকটি ব্যাসিক বক্স।
আকাশ STANDARD Box ( Recording হয় )
আকাশ BASIC Box ( রেকর্ডিং হয় না )
সাথে যা যা পাবেনঃ
১টি আকাশ লেখা ডিশ (খোদায় করা থাকবে akash)
১ টি আকাশ লেখা LNB (inverto)
২ টি কম্প্রেস কানেক্টর ( খুব উন্নতমানের, মেশিন দিয়ে লাগাতে হয়)
১০ মিটার আকাশ লেখা ক্যাবল (ফ্রি)
১ টি set top box ( আকাশ লেখা বক্স, টিভির সাথে কানেক্ট থাকবে )
১ টি আকাশ লেখা রিমোট
২ টি aaa সাইজের রিমোটের ব্যাটারি
১ টি HDMI ক্যাবল
১ টি AV ক্যাবল
ফ্রি ইনস্টলেশন (১ম বার)
আরোও পড়ুনঃ আকাশ ডিটিএইচ ব্যবহারে সমস্যার সম্মুখীন হলে করনীয়
ঝামেলাঃ
◆ ভারী বৃষ্টির সময় সাময়িকভাবে সিগন্যাল বাধাগ্রস্ত হওয়া। খুব অল্প সময়ের জন্য টিভি দেখতে পাবেন না।
◆ বাসায় সার্ভিস করার জন্য টিম গেলে সেটার আলাদা চার্জ লাগে, যদিও সেটআপ ঠিকঠাক থাকলে ভিজিট করার প্রয়োজন পড়ে না ২য়বার।
◆ SUB ID মনে রেখে রিচার্জ করতে হয়, ভুল SUB ID হলে টাকা আরেকজন এর একাউন্টে রিচার্জ হয়ে যাবে। এই টুকু সতর্ক থাকতে হবে।
এখনও কি দ্বিধায় ভুগছেন?
নিশ্চিন্তে আকাশ নিবেন যদি আপনি কোয়ালিটিতে বিশ্বাসী হয়ে থাকেন। এই দামে আকাশ যা দিচ্ছে তা বৈধ পথে কারও দেয়া সম্ভব নয় যদি না কেউ চ্যারিটি বা বদান্যতা করে।
জয়েন করুন আকাশ ডিটিএইচ গ্রাহকদের একমাত্র অথেনটিক গ্রুপেঃ AKASH DTH [SUBSCRIBERS]
আরো কোন তথ্য জানার থাকলে কমেন্ট করুন অথবা আমাদের ফেসবুক পেজ এ নক করতে পারেন। ধন্যবাদ!
Post Courtesy: Musfiqur Rahman
Image Courtesy: Akash DTH Facebook Page