হাঙ্গেরিতে স্কলার্শিপ এ উচ্চশিক্ষা গ্রহণ করুন
হাঙ্গেরি সরকার ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলার্শিপ দিয়ে আসছে ২০১৩ সাল থেকে। এরই ধারাবাহিকতায় ২০২০-২১ শিক্ষা বর্ষে প্রায় ৫ হাজার বিদেশী শিক্ষার্থী এই স্কলারশিপের আওতায় আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, ওয়ান টায়ার মাস্টার্স এবং ডক্টরাল এই কয়েকটি স্টেজে বিভিন্ন কোর্স এর জন্য হাঙ্গেরিতে পড়তে যেতে পারবে।
গতবছর গুলোর ধারাবাহিকতায় এবছরও বাংলাদেশ থেকে আন্ডারগ্র্যজুয়েট এবং মাস্টার্স পর্যায়ে ৮০ জন এবং ডক্টরাল প্রোগ্রামে ২০ জনকে এই স্কলারশিপ দেয়া হবে। উল্লেখ্য এ নিয়ে ৩য় বারের মত বাংলাদেশী শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেয়া হচ্ছে।
হাঙ্গেরিতে স্কলার্শিপ এ উচ্চশিক্ষা
হাঙ্গেরি সরকার এর মাধ্যমে দেশটিতে বিদেশী শিক্ষার্থী বৃদ্ধি করার নীতি গ্রহণ করেছে। কোনো শিক্ষার্থী যদি একই সাথে আন্ডারগ্র্যাজুয়েট এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ নিতে ইচ্ছুক থাকে তাহলে ওয়ান টায়ার মাস্টার্সের জন্য আবেদন করতে হবে। ওয়ান টায়ার প্রোগ্রাম টি দেয়া হচ্ছে জেনারেল মেডিসিন, ফার্মেসী, ডেন্টিস্ট্রি, আর্কিটেকচার, আইন, ভেটেরিনারি সার্জারি, ফরেস্ট্রি ইঞ্জিন্যারিং ইত্যাদি সাবজেক্টের ক্ষেত্রে।
হাঙ্গেরিতে স্কলার্শিপ নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ এখনই!
হাঙ্গেরিতে স্কলার্শিপ এ উচ্চশিক্ষা আবেদনের করার যোগ্যতা-
১। বাংলাদেশী নাগরিক হতে হবে।
২। অবশ্যই ১৮ বছর বয়স হতে হবে। বয়স ১৮ বছরের নিচে হলে আবেদন করতে পারবেন না।
৩। আইইএলটিএস স্কোর ন্যূনতম ব্যান্ড স্কোর ৫ থাকতে হবে। তবে সাবজেক্ট ভেদে আরো বেশি লাগতে পারে। তাই আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের পছন্দের সাবজেক্টটির রিকোয়ারমেন্ট দেখে নিন। নিচে বিশ্ববিদ্যালয় গুলোর লিস্ট পেয়ে যাবেন লিংক এ ক্লিক করে বিস্তারিত দেখে নিবেন।
আবেদনের জন্য যা যা লাগবে-
১। মোটিভেশন লেটার
২। আইইএলটিএস স্কোর (যদি না থাকে তাহলে ১ আগস্ট ২০২০ এর মধ্যে আইইএলটিএস দিয়ে আপলোড করতে দেয়া হবে)
৩। একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট (সার্টিফিকেট ১ আগস্ট ২০২০ এর মধ্যে আপলোড করতে হবে)
৪। মেডিকেল সার্টিফিকেট (যদি এখন না থাকে তাহলে ১ আগস্ট ২০২০ এর মধ্যে আপলোড করতে হবে)
৫। পাসপোর্ট (যদি এখন না থাকে তাহলে ১ আগস্ট ২০২০ এর মধ্যে আপলোড করতে হবে)এছাড়া এবার থেকে ৬। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট জমা দিতে হবে। অনলাইনে আবেদন ১৫ জানুয়ারির মধ্যে সাবমিট করতে হবে।
হাঙ্গেরিতে স্কলার্শিপ এ উচ্চশিক্ষা কিভাবে আবেদন করবেন –
আবেদন করার জন্য এই লিংক এ ক্লিক করে উপরের ডান কোনায় বিকাম এন এপ্লিক্যান্ট এ একাউন্ট খুলে অনলাইনে আবেদন করতে হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া প্রদত্ত এই লিংকে অনলাইনে আবেদন করতে হবে।
অনলাইন আবেদন সম্পন্ন করার পর আবেদনের কপি সহ প্রয়োজনীয় সকল ডকুমেন্ট নিচের ঠিকানায় জমা দিতে হবে।
প্রাপকের ঠিকানা-
যুগ্নসচিব (বৃত্তি)
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ
শিক্ষা মন্ত্রণালয়,
বাংলাদেশ সচিবালয় , ঢাকা।
আবেদনপত্র সচিবালয়ের ২ নং গেট সংলগ্ন অভ্যর্থনা কক্ষের ৯নং কাউন্টারে সকাল ১০.টা থেকে ১১.০০টা এবং বিকাল ৩.৩০টা থেকে ৪.৩০টার মধ্যে জমা দিতে হবে। জমা প্রদানের শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০১৯ বিকাল ৪ টা। খামের উপর প্রাপক, প্রেরক, আইডি/ট্র্যাকিং নাম্বার, প্রোগ্রামের নাম লিখতে হবে।
আবেদন প্রক্রিয়ার সময় ও তারিখ –
১৫ জানুয়ারি- অনলাইন এবং সেন্ডিং পার্টনারের (শিক্ষা মন্ত্রনালয়) কাছে আবেদন সাবমিট
২৮ ফেব্রুয়ারি– টেকনিক্যাল চেক এবং নমিনেশন প্রসেস
মার্চ থেকে মে– সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আবেদন প্রক্রিয়া
জুন– ফলাফল
জুন থেকে জুলাই– ভিসা এপ্লিকেশন প্রসেস
সেপ্টেম্বর– হাঙ্গেরি তে আসা
হাঙ্গেরিতে স্কলার্শিপ এ উচ্চশিক্ষা স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের সুবিধা সমূহ –
১। টিউশন ফি (সম্পূর্ণ সরকারী খরচে পড়াশুনা)
২। মাসে বাংলাদেশী টাকায় প্রায় ১৩৫০০ টাকা স্টাইপেন্ড, ডক্টরাল প্রোগ্রামের ক্ষেত্রে যা প্রায় ৪৭ হাজার টাকা
৩। ক্যাম্পাসের ডরমিটিরিতে বিনা ভাতায় থাকার ব্যবস্থা। উল্লেখ্য, ডরমিটরিতে না থাকতে চাইলে মাসে বাংলাদেশী টাকায় প্রায় ১২ হাজার টাকা করে দেয়া হবে বাড়ি ভাড়া ভাতা বাবদ।
৪। মেডিকেল ইনস্যুরেন্স পাবেন।
অফিসিয়াল ওয়েবসাইট
অফিসিয়াল ফেসবুক পেজ
এপ্লাই করার ওয়েবসাইট
বাংলাদেশ এর এপ্লাই করার ওয়েবসাইট
ইউনিভার্সিটির নাম সমূহ নিচে দেয়া হলো। আপনারা নিজেদের পছন্দের কোর্স, ইউনিভার্সিটির লোকেশন, কি কি রিকুয়ারমেন্ট এবং যাবতীয় সকল তথ্য ইউনিভার্সিটির নাম এর উপর ক্লিক করে দেখে নিন –
০১। Eötvös József College
০২। Budapest Business School – University of Applied Sciences
০৩। Budapest University of Technology and Economics
০৪। Corvinus University of Budapest
০৫। Eötvös Loránd University
০৬। Hungarian Dance Academy
০৭। Hungarian University of Fine Arts
০৮। John Wesley Theological College
০৯। Károli Gáspár University of the Reformed Church in Hungary
১০। Liszt Ferenc Academy of Music
১১। MFA Balassi
১২। National University of Public Service
১৩। Óbuda University
১৪। Pázmány Péter Catholic University
১৫। Semmelweis University
১৬। Stipendium Hungaricum részképzések kiutazó magyar hallgatóknak
১৭। University of Physical Education
১৮। University of Veterinary Medicine Budapest
১৯। University of Debrecen
২০। University of Dunaújváros
২১। Eszterházy Károly University
২২। Széchenyi István University
২৩। Szent István University
২৪। University of Kaposvár
২৫। John von Neumann University
২৬। University of Miskolc
২৭। University of Nyíregyháza
২৮। University of Pécs
২৯। University of Sopron
৩০। University of Szeged
৩১। University of Pannonia
হাঙ্গেরিতে স্কলার্শিপ এ উচ্চশিক্ষা সম্পূর্ন বিজ্ঞপ্তি টি ডাওনলোড করতে এখানে ক্লিক করুন।
আইইএলটিএস এর সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন।