- আকাশ ডিটিএইচ এর বর্তমান মূল্য ৫৪৯৯/-
- শুধু সেটটপ বক্স এর মূল্য ৩১৯৯/-
- চ্যানেল সংখ্যা ১২০+
- HD চ্যানেল ৪০+
পরিবারের সবাই, যার যার পছন্দের প্রোগ্রাম দেখার স্বাধীনতায় যোগ হয়েছে বাড়তি খুশির আমেজ। এবার আকাশ মাল্টি টিভি কানেকশন প্যাকেজ নিলে সর্বোচ্চ ৩ টি কানেকশনে থাকছে ২৫% পর্যন্ত সাশ্রয়! তাই দেরি না করে আজই চলে আসুন ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়।
ফ্যামিলি প্যাকেজ নিয়ে এলো বাংলাদেশের একমাত্র ডিটিএইচ কোম্পানি “আকাশ”। গতকাল ০১-০২-২০২০ আকাশ তাদের নতুন এই ফ্যামিলি প্যাকেজ চালু করে যেখানে গ্রাহক আগে প্রতিটি কানেকশন এ প্রতিমাসে ৩৯৯টাকা দিতো এখন ফ্যামিলি প্যাকেজ চালু হওয়াতে যাদের বাসায় দুই বা ততোধিক টিভি তারা প্রতি কানেকশনে সুবিধা উপভোগ করতে পারবেন। অর্থাৎ যারা মাল্টি কানেকশন ব্যবহার করতেন বা করতে চাচ্ছেন তাদের জন্য এই অফার।
এখনি নিয়ে নিন আকাশ!
অপেক্ষার পালা শেষ করে আকাশ পরিবারের সবাই যেন সহজে কম টাকায় অনেকগুলো কানেকশন ব্যবহার করতে পারে তাই সবার জন্য নিয়ে এসেছে ফ্যামিলি প্যাকেজ বা মাল্টি কানেকশন প্যাকেজ। এখন পরিবারের সমস্ত সদস্যরা নিজের ঘরে তাদের পছন্দের টিভি প্রোগ্রাম উপভোগ করতে পারবেন। AKASH মাল্টি টিভি সংযোগের মাধ্যমে আপনি সংযোগ এবং মাসিক সাবস্ক্রিপশন উভয় ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। গ্রাহকরা 3 টি সংযোগের মোট মাসিক সাবস্ক্রিপশনে 25% পর্যন্ত সাশ্রয় করতে সক্ষম হবেন।
পাল্টে দেবে আপনার টিভি দেখার
এক্সপেরিয়েন্স. আকাশ ডিটিএইচ
আরো পড়ুনঃ আকাশ ডিটিএইচ এর সকল তথ্য ও আপডেট
যেখানেই একাধিক টিভি কানেকশন, খরচ কমাবে আকাশ মাল্টি টিভি কানেকশন!
এবার পরিবারের সবাই, যার যার টিভিতে পছন্দের প্রোগ্রাম উপভোগ করতে পারবেন অনেক বেশি সাশ্রয়ে। আকাশ মাল্টি টিভি কানেকশন প্যাকেজ এর মাধ্যমে সর্বোচ্চ ৩টি কানেকশনে থাকছে ২৫% সাশ্রয়!
আকাশ মাল্টি টিভি কানেকশনে সাশ্রয়ঃ
কানেকশনের সংখ্যা | সেট আপ মূল্য | মাসিক সাবস্ক্রিপশন |
প্রথম কানেকশন | ৫,৪৯৯ টাঁকা | ৩৯৯ টাকা |
দ্বিতীয় কানেকশন | ৩,১৯৯ টাঁকা | * ৩০০ টাকা |
তৃতীয় কানেকশন | ৩,১৯৯ টাঁকা | ** ২০০ টাকা |
*শর্তাবলিঃ
- মাল্টি টিভি কানেকশনের ক্ষেত্রে সব টিভি একই বাসায় থাকতে হবে
- সব টিভিতে নিরবচ্ছিন্ন প্রোগ্রাম উপভোগ করতে চাইলে গ্রাহকের আকাশ একাউন্ট-এ প্রয়োজনীয় টোটাল ব্যালেন্স থাকতে হবে।
- আকাশ-এর বর্তমান গ্রাহকগণ ১৬৪৪২ নম্বরে কল করে মাল্টি টিভি কানেকশন প্যাকেজ এর আওতাভুক্ত হবে পারবেন
- দ্বিতীয় ও তৃতীয় কানেকশনের ক্ষেত্রে ক্যাবল, এলএনবি এবং কানেক্টরের মূল্য প্রয়োজন অনুযায়ী আলাদাভাবে পরিশোধ করতে হবে
*এই মূল্য পেতে হইলে দুইটি কানেকশন সচল থাকতে হবে
** এই মূল্য পেতে হলে তিনটি কানেকশন সচল থাকতে হবে
আকাশ সম্পর্কে আরো ভালো ভাবে জানতেঃ
আপনি আকাশ ডিটিএইচ নেয়ার আগে বা পরে কোন সমস্যা সমাধান বা বিভিন্ন আপডেট জানতে নিচের দেয়া সোর্স গুলো ব্যাবহার করে খুব সহজের নিজের যা জানার জানতে পারবেন।
সরাসরি আকাশ এর কল সেন্টারে কল করুন এই নাম্বার গুলোতে। হেল্প লাইনঃ 16442 অথবা 09609999000
অথবা আকাশ এর ওয়েবসাইট www.akashdth.com এ ভিজিট করুন এবং তাদের সকল তথ্য জেনে নিন। এছাড়া তাদের support@akashdth.com ইমেলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন ২৪/৭।
তাই দেরি না করে আজই চলে আসুন ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়।!Akash DTH
আকাশ এর অফিসিয়াল ফেসবুক পেজ
আকাশ সম্পর্কে জানতে ফেসবুক এর বিভিন্ন কমিউনিটি গ্রুপ এ জয়েন করতে পারেন। সবচেয়ে একটিভ এবং বেশি মেম্বার এর গ্রুপঃ আকাশ ডিটিএইচ সাবস্ক্রাইবার এছাড়া আরো একটি গ্রুপ আকাশ ডিটিএইচ সাবস্ক্রাইবার বাংলাদেশ এবং বিভিন্ন সময়ে আকাশ এর সমস্যা সমাধান এর আরেকটি গ্রুপ সেটি হলো Akash DTH (Help & Review)
আকাশ এর সকল তথ্য একত্রে আমরা আপনাদের কে দেয়ার চেষ্টা করছি। প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের সাইটে ভিজিট করুন এবং আরো কি জানতে চান আমাদের কে কমেন্টে জানান। ধন্যবাদ!