বিনোদন

বাংলাদেশের একমাত্র ডিটিএইচ আকাশ যেভাবে নিবেন

আকাশ DTH বাংলাদেশের প্রথম ডাইরেক্ট টু হোম বা DTH যা সাধারণ ডিশ লাইনের পরিবর্তে অর্থাৎ ডিশ লাইনের ঝামেলা থেকে মুক্তি দিতে বেক্সিমকো কোম্পানি আমাদের জন্য নিয়ে এসেছে।

কিভাবে সংযোগ পেতে পারেন?

সরাসরি Akash Dth এর ওয়েবসাইট https://akashdth.com/ এখান থেকে অর্ডার করতে পারেন।
সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার দিলে আকাশের যেকোন গ্রাহকের থেকে রেফার নিয়ে অর্ডার করুন তাহলে দুইজন ই এক মাস করে ফ্রী পাবেন। (রেফারকারি এবং আপনি)।
অথবা আপনার আসে পাশের আকাশ এর ডিলার এর কাছ থেকে নিতে পারেন। ডিলাররা অনেক সময় অনেক অফার দিয়ে থাকে নিজে থেকেই। যেমন অনেক ডিলার রেফার নিজে করে একমাস আর নিজে থেকে একমাসের ফ্রী দিয়ে থাকেন এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে ডিলার থেকে সাধারনত আপনি ৫দিনের ফ্রী পাবেন।
বিভিন্ন অফারে অর্থাৎ কিছু টাকা কমে নিতে চাইলে বিভিন্ন সময় অনলাইন শপ গুলোতে দেখতে পারেন।
যেমন দারাজ, ইভ্যালি, প্রিয়শপ এবং এরকম আরো অনেক ওয়েবসাইট থেকে অফারের মাধ্যমে নিতে পারেন।
ইভ্যালি থেকে অনেকেই ৫০% ছাড় এ নিয়েছেন অর্থাৎ ৫৪৯৯ টাকার এর অর্ধেক দামে।

দাম এবং মাসিক বিল কত এবং প্যাকেজ?


শুরুতে আকাশDTH এর দাম ছিল ৬৪৯৯ টাকা ফুল সেটাপ সাথে ১ মাসের ফ্রী সাবস্ক্রিপশন।
তবে সম্প্রতি আকাশ দাম কমিয়ে ৫৪৯৯ টাকা করেছে ফুল সেটাপ সাথে ৫ দিনের ফ্রী সাবস্ক্রিপশন।
এছাড়া আকাশের ওয়েবসাইটে সকল তথ্য দেয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন।
মাসিক বিল বর্তমানে ৩৯৯ টাকা স্ট্যান্ডার্ড প্যাকেজ। যেখানে আকাশের সব চ্যানেল পাবেন।
এছাড়া আকাশের নতুন প্যাকেজ “আকাশ লাইট” এই প্যাকেজ এ ২৪৯ টাকায় ৭০টি চ্যানেল পাবেন যেখানে ২০টি এইচডি এবং বাকি ৫০টি এসডি চ্যানেল। বিস্তারিত জানতে ক্লিক করুন>>
আকাশের লাইট প্যাকেজের সাথে রয়েছে এডঅন সুবিধা যার মধ্যমে আপনি আপনার পছন্দের চ্যানেল গুলো যুক্ত করতে পারবেন অতিরিক্ত টাকার বিনিময়ে।
এছাড়া আপনারা চাইলে শুধু সেটটপ বক্স ও নিতে পারেন যার দাম বর্তমানে ৩১৯৯ টাকা।
আপনারা চাইলে মাসিক কিস্তির মাধ্যমেও আকাশ নিতে পারেন।
আকাশ এর চ্যানেল সমূহঃ
এখন পর্যন্ত আকাশে ১২০ এর মত চ্যানেল আছে যার মধ্যে HD চ্যানেল ৪০+ বিস্তারিত দেখে নিন এই লিংক থেকে –
https://akashdth.com/explore
আরো জানতে কল করুন আকাশ এর হেল্প লাইনঃ 16442 অথবা 09609999000
চাইলে আকাশের ফেসবুক পেজ এ মেসেজ দিতে পারেন
https://www.facebook.com/akashdthbangladesh/

আকাশ এর সকল তথ্য একত্রে আমরা আপনাদের কে দেয়ার চেষ্টা করছি। প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের সাইটে ভিজিট করুন এবং আরো কি জানতে চান আমাদের কে কমেন্টে জানান। ধন্যবাদ!


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Unblock Your Adblocker!