বিশ্ব নেতাদের ওপর করোনা পরিস্থিতি নিয়ে শাকিরার ক্ষোভ
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে প্রায় ১৩ হাজার মানুষের। সংক্রমিত মানুষের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। আর সুস্থ হয়েছেন ৯১ হাজারের বেশি মানুষ।
কলম্বিয়ার সঙ্গীতশিল্পী শাকিরা বিশ্বের এমন পরিস্থিতি নিয়ে চিন্তিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এই সঙ্গীতশিল্পী লিখেছেন, ভাইরাস যতটা দ্রুত ছড়িয়ে পড়ছে, ঠিক ততটাই মন্থর বিশ্বের নেতারা।
আরোও পড়ুনঃ আইসোলেশন, হোম কোয়ারেন্টিন এবং কোয়ারেন্টিনের মধ্যে পার্থক্য
করোনাভাইরাস নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের সাধারণ মানুষকে সতর্ক করতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়। তবে পরিস্থিতি বিবেচনায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল শাকিরাকেই।
করোনা মহামারি ছড়িয়ে পড়া রোধ করতে কী করতে হবে, জানেন প্রায় সবাই। তবু সারা বিশ্বের বড় খেলোয়াড়েরা সচেতনতা আরও বাড়াতে এগিয়ে এসেছেন যাঁর যাঁর জায়গা থেকে। সংবাদমাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—যে যেখানে পারছেন ছড়িয়ে দিচ্ছেন সতর্কবার্তা।