এবারের আইপিএলে নতুন ঠিকানায় যাচ্ছে মোস্তাফিজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল-২০২১ এর সিজনে দল পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
৫০ লাখ রুপির ভিত্তি মূল্যে থাকা মোস্তাফিজকে এবার নিয়েছে রাজস্থান রয়্যালস।
এর আগে ২০১৬ সালের আইপিএলে সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সেবার সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করায় দারুণ ভূমিকা ছিল এই টাইগার পেসারের। অভিষেকের আসরে ১৬ ম্যাচে ৬.৯০ ইকোনমিতে উইকেট নিয়েছিলেন ১৭টি।
আরোও পড়ুনঃ অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া কেউ পাবে না করোনার টিকা
https://www.facebook.com/RajasthanRoyals/photos/10164905212945080
এবারের আইপিএলে নতুন ঠিকানায় যাচ্ছে মোস্তাফিজ
কিন্তু পরের বছর ২০১৭ সালের আসরে মাত্র ১ ম্যাচ খেলার সুযোগ পান সানরাইজার্সের হয়ে। তাই খালি হাতেই দেশে ফিরতে হয় তাকে।
এরপর দল বদলে ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ৭ ম্যাচে ৮.৩৬ ইকোনমিতে নেন ৭টি উইকেট। দারুণ এই প্রতিভাবান ক্রিকেটারের এবার স্থান হয়েছে নতুন দলে আর সেটি হচ্ছে রাজস্থান রয়ালস।
সাকিব আল হাসান ও আইপিএলের ১৪তম আসরের নিলামে দল পেয়েছেন। ২ কোটি রুপি ভিত্তি মূল্যের সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আরোও পড়ুনঃ ইন্ডিয়াতে করোনার টিকা প্রদান শুরু