বিনোদন
করোনা আতঙ্কে বলিউড সুপারস্টার সালমান খান
‘রাধে’ ছবির গান ও অ্যাকশন দৃশ্যের জন্য আজারবাইজানে যাওয়ার কথা ছিল ভাইজানের। কিন্তু করোনা আতঙ্কের কারণে শুটিং বাতিল করলেন সালমান।
বলিউড সুপারস্টার সালমান খান করোনাভাইরাস আতঙ্কে রয়েছেন। জানা গেছে, দোহা অথবা দুবাই হয়ে আজারবাইজানে যেতে হতো শুটিং ইউনিটকে।
শুটিং-এর প্রস্তুতি নিতে কিছু লোক আগেই সেখানে পাড়ি জমিয়েছিলেন। আজারবাইজানের রাজধানী বাকুতে ছিলেন তারা।
এদিকে ভাইরাসের এমন প্রকোপের সময় এত বড় শুটিং ইউনিট নিয়ে সেখানে যাওয়া ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তা বাতিল করা হয়েছে।
শুটিং বন্ধ হওয়াতে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে তাদের। ‘রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে সালমানের নায়িকা দিশা পাটানি।
সবশেষ এই নায়কের মুক্তিপ্রাপ্ত ‘ভারত’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন দিশা। ছবির গানে সালমানের সঙ্গে পারফর্ম করেন তিনি।