গ্রাফিক্স এর অন্যতম এক ব্যক্তিত্ব রায়হান সুমন আর নেই!
Rayhan Sumon গ্রাফিক্স ডিজাইনারদের একজন প্রিয় মুখ ও শিক্ষক আজ সকালে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘ প্রায় একমাস যাবত কিডনি লিভারসহ কিছু জটিল সমস্যায় ভুগছিলেন লাস্ট ১৫ দিন শহীদ সহরোয়ার্দি মেডিক্যাল কলেজে ICU তে লাইফ সাপোর্ট এ থাকার পরে আজ ভোর ৪:১৫ তে না ফেরার দেশে চলে যান ।
তরুণ উদ্যোক্তা ও গ্রাফিক্স ডিজাইনার রায়হান সুমন।
রায়হান সুমন অনেকদিন ধরে তার ইউটিউব চ্যানেল এর মাধ্যমে অনেক কে গ্রাফিক্স এর শিক্ষা প্রদান করে আসছিলেন নানা ধরনের ভিডিও এর মাধ্যমে। তার চ্যানেল ফলো করে অনেক বেকার তাদের বেকারত্ব ঘুচাতে সক্ষম হয়েছে। তিনি সবসময় আপডেট থাকতেন আর তার চ্যানেল ফোলোয়ারদের সাহায্য করতেন।
সন্ধানে একাডেমি শিখিয়েছে অনেক তরুণকে গ্রাফিক্স ডিজাইন.
রায়হান সুমন তার গ্রাফিক্স ডিজাইন এর মাধ্যমে দেশে প্রতিমাসে প্রায় ২লক্ষের অধিক রেমিটেন্স আনতেন এছাড়া অনেক তরুণ কে শেখানোর মাধ্যমে দেশের আইটিতে অনেক অবদান রেখেছেন। তরুন এই উদ্যোক্তা, ডিজাইনার ও শিক্ষক এর অকালে চলে যাওয়ায় অনেকেই শোকাহত।
ব্যাক্তি হিসেবে তিনি ছিলেন অনেক নম্র ও বিনয়ী। তার শিক্ষার্থীরা তার এই অকালে চলে যাওয়া মেনে নিতে পারছে না। আজ যোহরের নামাজের পরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হয়।
রায়হান সুমন এর অকালে পরলোক চলে যাওয়ায় আমরা শোকাহত!নিত্যখবর
প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের সাইটে ভিজিট করুন , আমাদের ফেসবুক পেজ ও গ্এরুপ এ একটিভ থাকুন এবং আরো কি জানতে চান আমাদের কে কমেন্টে জানান।
ধন্যবাদ!
আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুকে গ্রুপ।