রিভিউ সমূহতথ্য প্রযুক্তি

নতুন বছরে শুরু করুন নিজের অথবা কোম্পানির প্রচার খুব সহজেই

নতুন বছরের শুরু থেকেই যদি নিজেকে বা নিজের বিজনেসকে প্রোমোট করতে চান তাহলে অনলাইনে আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য নিজেই বানিয়ে নিতে পারেন একটি পোস্টার, ফ্লাইয়ার অথবা নিজের মত করে বিজ্ঞাপন। নতুন বছরে শুরু করুন নিজের অথবা কোম্পানির প্রচার খুব সহজেই।

ফেইসবুক, ইন্টাগ্রাম বা টুইটারসহ অন্য জনপ্রিয় মাধ্যমগুলোতে এসব পোস্টার দারুণভাবে ব্যবহার করতে পারবেন।


আরোও পড়ুনঃ আপনার হারানো মোবাইল ফোন খুঁজে দেবে গুগল


নতুন বছরে শুরু করুন নিজের অথবা কোম্পানির প্রচার খুব সহজেই

গ্রাফিক্সের কাজ জানেন না বলে নিজে নিজে এগোতে ভয় পাচ্ছেন? বাজেট কম বলে পেশাদার ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছেও যাওয়ার সুযোগ নেই? বিষয়টা এমন হলে আপনার জন্য দারুণ কাজে দেবে আজকের এই অ্যাপ রিভিউ।


আজকের এপটির নাম হচ্ছে পোস্টার মেকার।

পোস্টার অথবা ফ্লায়ার তৈরির জন্য আপনার মোবাইলে এখনি ইন্সটল করে নিন পোস্টার মেকার অ্যাপটি। এটির মাধ্যমে মাত্র কয়েক ক্লিকে নিজের মনের মতো পোস্টার বা ফ্লায়ার তৈরি করতে পারবেন। বানিয়ে নিতে পারবেন নিজের প্রয়োজন অনুযায়ী বিজ্ঞাপনও।


আরোও পড়ুনঃ কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সহজেই মুভ করবেন


চলুন এই অ্যাপটির ফিচারগুলো দেখে নেইঃ

  • পোস্টার মেকার অ্যাপটিতে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড খুঁজে পাওয়া যাবে। সেখানে বিনামূল্যের অনেক ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি পেইড ব্যাকগ্রাউন্ড রয়েছে।
  • অনেকে শুধু পছন্দের রঙের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান। সে জন্য অ্যাপটিতে পছন্দের রঙের ব্যাকগ্রাউন্ড তৈরির সুবিধা রয়েছে।
  • চাইলে ফোনের স্টোরেজ থাকা ছবিও পোস্টারের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন।
  • অ্যাপটির ‘free designs’ ট্যাবে অনেকগুলো ফ্রি পোস্টারের টেমপ্লেট পাবেন। সেখান থেকে ব্যবহারকারীরা পছন্দের টেমপ্লেটটি প্রয়োজন অনুযায়ী এডিট করে নিতে পারবেন।
  • খেলা কিংবা কোনো পণ্য বিক্রির বিজ্ঞাপনের জন্যও আলাদা পোস্টারের টেমপ্লেট রয়েছে।
  • এতে টেক্সট, ফন্ট পরিবর্তনের পাশাপাশির ছবি ব্লার করা যাবে।
  • এ ছাড়া ছবিতে নানা ফিল্টার যুক্ত করা যাবে।
  • পোস্টারকে আরও আকর্ষণীয় করতে স্টিকার রয়েছে অ্যাপটিতে।
  • এ অ্যাপের মাধ্যমে এডিট করা পোস্টার ফোনের ইন্টারনাল মেমোরিতে সংরক্ষণের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাবে।
  • অফলাইনে ব্যবহার করা যাবে অ্যাপটি।

এ ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে অথবা গুগল প্লে স্টোরে সার্চ দিন Poster Maker লিখে। গুগল প্লেতে ৪.৮ রেটিং প্রাপ্ত অ্যাপটির সাইজ ৩৬ মেগাবাইট। এটি এখন পর্যন্ত ডাউনলোড হয়েছে ৫০ লাখের বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Unblock Your Adblocker!