তথ্য প্রযুক্তিলাইফ স্টাইল

নিজের পাসওয়ার্ড গুলো মনে রাখুন সহজে

নিজের পাসওয়ার্ড গুলো মনে রাখুন সহজে। পাসওয়ার্ড ভুলে যাওয়া কোনো অস্বাভাবিক ঘটনা না। হয়তো সে কারণেই প্রায় সব ওয়েবসাইটে হারানো পাসওয়ার্ড পুনরুদ্ধারের সুবিধা থাকে। তা ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে আমাদের সম্পৃক্ততা দিন দিন যত বাড়ছে, তত বেশি পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা যুক্ত হচ্ছে।

এর প্রধান কারন হলো এক ওয়েবসাইট বা অ্যাপের পাসওয়ার্ড দ্বিতীয় কোথাও যে ব্যবহার না করা, সে বিষয়ে মোটামুটি দুনিয়ার সব নিরাপত্তা বিশেষজ্ঞ একমত। এ সমস্যার একটি ভালো সমাধান হলো পাসওয়ার্ড ম্যানেজার সেবা ব্যবহার করা।

পাসওয়ার্ড ম্যানেজারের কাজ কি?

এটি আপনার হয়ে আপনার সব পাসওয়ার্ড মনে রাখবে। সেটা কম্পিউটারে হোক বা আপনার স্মার্টফোনে। প্রয়োজনে ওয়েব সেবার জন্য শক্তিশালি পাসওয়ার্ড প্রস্তাব করবে। পাসওয়ার্ড ম্যানেজার খুলতে হয় ‘মাস্টার পাসওয়ার্ড’ ব্যবহার করে। অর্থাৎ, একটি পাসওয়ার্ড মনে রাখলেই আপনার কাজ হলো, বাকিগুলো মনে রাখার ভার এই সফটওয়্যারের ওপর চাপানো যেতে পারে।


আরোও পড়ুনঃ যেভাবে ই-পাসপোর্ট করবেন খুব সহজেই


নিজের পাসওয়ার্ড গুলো মনে রাখুন সহজে
নিজের পাসওয়ার্ড গুলো মনে রাখুন সহজে

নিজের পাসওয়ার্ড গুলো মনে রাখুন সহজে!

এবার প্রশ্ন হলো, এই গুরুত্বপূর্ণ ভার চাপিয়ে নির্ভার হওয়া যাবে কি না। অর্থাৎ, পাসওয়ার্ড ম্যানেজারের ওপর ভরসা করা কি উচিত হবে?

এই প্রশ্নের কোনো সদুত্তর নেই। তবে যথেষ্ট নিরাপত্তাব্যবস্থা মেনেই সফটওয়্যার গুলো তৈরি করা হইয়ে থাকে এবং নিয়মিত নিরাপত্তা হালনাগাদের ব্যবস্থাও আছে। তবু জনপ্রিয়গুলোর বাইরে কোনো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা মোটেই উচিত হবে না।

নিচে একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়ার চেষ্টা করা হলো। মোটামুটি প্রায় সব পাসওয়ার্ড ম্যানেজার ই অর্থ পরিশোধ করে ব্যবহার করতে হয়। তবে অনেক ফ্রি সংস্করণ ও পাওয়া যায়, এমন সেবাগুলোর কিছু উল্লেখ করা হলো এখানে।

লগ মি ওয়ান্স
ওয়েবসাইট: www.logmeonce.com

বিটওয়ারডেন
ওয়েবসাইট: www.bitwarden.com

লাস্টপাস
ওয়েবসাইট: www.lastpass.com

আপনার যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে এবার যেটির সেবা ব্যবহার করতে চান সেটির ওয়েবসাইটে গিয়ে প্রয়োজন বুঝে কম্পিউটার বা স্মার্টফোনের জন্য অ্যাপ নামিয়ে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Unblock Your Adblocker!