অধিনায়ক মাশরাফি লাল-সবুজের জার্সিতে জীবনের শেষ টসটা করলেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। বৃহস্পতিবার আচমকা ঘোষণা করেন, জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটাই অধিনায়কত্বের শেষ ম্যাচ।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন লিটন দাস। তাঁকে দারুণ সঙ্গ দিয়ে তামিম ইকবালও তুলে নিয়েছেন ফিফটি।
শুক্রবার মাশরাফি টসে হারলেন তবে জিতে শেষ করতে চান দীর্ঘ ছয় বছরের অধিনায়কত্বের ক্যারিয়ার। জানালেন, ‘টসে জিতলে ব্যাটিংই নিতাম।’
দলে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মুশফিক থাকবেন না এই ম্যাচে, আগেই জানা গিয়েছিল। গত ম্যাচে আঙুলের চোট পেয়েছিলেন নাজমুল হোসেন। দুজনের কেউই এই ম্যাচ খেলছেন না।
দুজনের জায়গায় অভিষেক ঘটছে আগে টি-টোয়েন্টি খেলা দুই তরুণের— আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম। ওদিকে বাদ পড়েছেন দুই পেসার শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন।
বাবা অসুস্থ, যে কারণে আজ খেলছেন না শফিউল, তাঁর জায়গায় দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। ওদিকে আল-আমিনের পরিবর্তে খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন। গত ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে জিম্বাবুয়ে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন
জিম্বাবুয়ে একাদশ: টিনাশে কামুনহুকামওয়ে, রেজিস চাকাভা, শন উইলিয়ামস (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ব্রেন্ডন টেলর, টিনোটেন্ডা মুতুম্বোজি, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, কার্ল মুম্বা, চার্লটন শুমা