আন্তর্জাতিক

দেশের করোনা আক্রান্তদের পাশে আফ্রিদি ফাউন্ডেশন

সারা বিশ্ব এখন ভুগছে করোনাভাইরাসের মহামারীতে। বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক শহর। বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা।

এমতাবস্থায় নিম্ন আয়ের মানুষজন আছেন শঙ্কায়। কারণ মহামারীর গ্রাসে থাকছে না দ্রব্যমূল্যের সহজলভ্যতা।

চীন , ইতালির মতো উপমহাদেশে করোনা ভাইরাস এখনও প্রকোপ আকার ধারণ না করলেও দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাংলাদেশ , পাকিস্তান এবং ভারতের ঝুঁকি পায় একই পর্যায়ের।

এরই মাঝে এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, পাকিস্তানে করোনা রোগীর সংখ্যা ৬৪৫ জন। এর মধ্যে মারা গিয়েছেন ৩ জন, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও ৭ জন।

দেশের এমন পরিস্থিতিতে পাশে এসে দাঁড়ালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহীদ আফ্রিদি।

করোনাভাইরাসজনিত সংকট মোকাবেলায় জরুরি জিনিসপত্র সরবরাহ করছে আফ্রিদি ফাউন্ডেশন।

শুধু এখানেই সীমাবদ্ধ নয়, করোনা রোগীদের সেবায় আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছে তারা। বিষয়টি জানিয়েছেন আফ্রিদি নিজেই।

মহামারী কোভিড-১৯ এর কারণে চলমান সংকটে আমাদের সবার দায়িত্ব একে অপরকে সাহায্য করা এবং অসহায় মানুষদের পাশে থাকা। সচেতনতা সৃষ্টি, সতর্কতামূলক তথ্য দেয়ার মাধ্যমে কোভিড-১৯’র বিরুদ্ধে লড়াই করতে আমি আমার কাজ করে যাচ্ছি।

যারা করোনা ভাইরাসের কারণে তৈরি সংকটময় অবস্থায় খাবারের অভাবে পড়তে পারেন তাদের সাহায্য করছে আফ্রিদি ফাউন্ডেশন।

আমাদের ফাউন্ডেশন ‘নটআউট থাকার আশা’ মিশনটি চালিয়ে নেয়ার লক্ষ্যে আমরা জীবিকা হারানো প্রত্যেককে প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি দিয়েছি। যাতে করে এই সময়টায় তারা টিকে থাকতে পারে। আমি সবাইকে অনুরোধ করবো নিজেদের যত্ন নিতে এবং বাড়িতেই নিরাপদ থাকতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Unblock Your Adblocker!