ফেসবুক ১০০ মিলিয়ন ডলার দেবে ক্ষতিগ্রস্ত সংবাদমাধ্যমগুলোকে
বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ১০০ মিলিয়ন ডলার দেবে ক্ষতিগ্রস্ত সংবাদমাধ্যমগুলোকে।
বিশ্বের এই সংকটকালে নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজন আরও বেশি, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেসবুক।
আরোও পড়ুনঃ মোবাইল অ্যাপে ‘কোয়াইট মোড’ চালু করার ঘোষণা দিয়েছে ফেসবুক
ফেসবুক ১০০ মিলিয়ন ডলার দেবে ক্ষতিগ্রস্ত সংবাদমাধ্যমগুলোকে
ফেসবুকের সংবাদ অংশীদারিত্বের পরিচালক ক্যাম্পবেল ব্রাউন এসম্পর্কে বলেন, কোভিড-১৯ মহামারি চলাকালে মানুষকে তথ্য জানাতে সংবাদ শিল্প অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করছে।
তিনি বলেন, সাংবাদিকতার প্রয়োজন আগের চেয়ে এখন বেশি। কিন্তু ভাইরাসের অর্থনৈতিক প্রভাবের কারণে বিজ্ঞাপনের আয় হ্রাস পাচ্ছে। স্থানীয় সাংবাদিকরা বেশি চাপের মুখে পড়েছেন, এমনকি মানুষ তাদের বন্ধু, পরিবার এবং সম্প্রদায়কে রক্ষার জন্য স্পর্শকাতর তথ্য পেতে প্রতিনিয়ত তাদের দারস্থ হচ্ছেন।
এই সকল বিষয়ের উপর লক্ষ্য রেখে ফেসবুক ক্ষতিগ্রস্ত সংবাদ সংস্থাগুলোকে ১০০ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।