সেলিব্রিটি

বিতর্কে কবির সিং খ্যাত অভিনেত্রী কিয়ারা আদভানি

ভারতীয় গণমাধ্যমের খবর, কিয়ারা এই ট্যাটুটি করেছেন তার নেটফ্লিক্সের সিরিজ ‘গিলটি’র জন্য। ওয়েব সিরিজে কিয়ারাকে একটি মিউজিক ব্যান্ড-এর সদস্য হিসাবে দেখা গিয়েছে। ইতিমধ্যেই নেটফ্লিক্সে অনেকেই এই সিরিজটি দেখছেন। যে ওয়েব সিরিজের বিষয়বস্তুকে উঠে এসেছে হ্যাশট্যাগ মিটু।

কবির সিং খ্যাত অভিনেত্রী কিয়ারা আদভানি। রবীন্দ্রনাথের গানের লাইনকে ট্যাটু করে বুকে লিখতে দেখা গেল তাকে। যদিও তাতে বিকৃত করে কিছু লেখা হয়নি।


আরোও পড়ুনঃ করোনাভাইরাস বাতিল করলো মাইলির কনসার্ট


Kiara Advani

জানা গেছে, চরিত্রের প্রয়োজনেই এই লেখাটি লিখেছেন তিনি। যা ‘গিলটি’ দেখলেই দর্শকের সব ভুল ভেঙে যাবে।

সম্প্রতি আবির মাখা পিঠে রবীন্দ্রনাথের গান বিকৃত করে লিখেছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রী। আর এই ঘটনা ঘিরে সাম্প্রতিক বিতর্কের কথা সকলেই কমবেশি জানেন। এবার রবীন্দ্রনাথের গানের লাইনকে ট্যাটু করে বুকে লিখে বিতর্কে জড়ালেন কিয়ারা আদভানি।

‘কলঙ্ক’ ছবিতে নাচের পারদর্শিতা তার হাতে বেশ কিছু কাজ এনে দিয়েছে কিয়ারাকে।

সবশেষ ‘গুড নিউজ’ছবিতে দেখা গেছে কিয়ারাকে। তেলেগু ভারত আনে নেনু চলচ্চিত্রের মাধ্যমে দর্শকনন্দিত হন কিয়ারা। তার হাতে আছে ‘লক্ষ্মী বম্ব’, ‘ইন্দ্র কি জায়ানি’, ‘শেরশাহ’র ছবিগুলো।

 


আরোও পড়ুনঃ করোনার প্রভাব পড়লো কলকাতার জনপ্রিয় নায়ক দেব এর সিনেমায়


 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Unblock Your Adblocker!