ভারতে করোনায় দিল্লির জনকপুরিতে আরেকজনের মৃত্যু

দিল্লির জনকপুরিতে ৬৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
ভারতে করোনায় আরেকজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, ওই নারীর ছেলে কিছুদিন আগেই সুইজারল্যান্ড থেকে এসেছিলেন। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত। তার শরীর থেকেই সংক্রমিত হয়েছেন ওই নারী। এমনটাই মনে করছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার কর্ণাটকে এক বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তারপরই শুক্রবার আরেকজনের মৃত্যু হলো। কর্ণাটকের যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি কিছুদিন আগেই সৌদি আরব থেকে ফিরেছিলেন।
আরোও পড়ুনঃ আইপিএল কেও স্থগিত করে দিল করোনা ভাইরাস
এদিকে যে দুজনের মৃত্যু হয়েছে তারা উভয়ই বয়স্ক ব্যক্তি। চিকিৎসকরা জানাচ্ছেন, এই ভাইরাসে আক্রান্ত হলে বয়স্ক ব্যক্তিদেরই ঝুঁকি বেশি; কারণ তাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেকটাই কম।
এমনকি সারা বিশ্বে যতজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে বয়স্ক লোকের সংখ্যাই বেশি।
প্রসঙ্গত, ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮১ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪১৬ জনে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখ ৪৫ হাজারের বেশি মানুষ। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে প্রায় ৭১ হাজার জন।
ইতোমধ্যে ভাইরাসটি পৌঁছে গেছে বিশ্বের ১৩৮টি দেশ ও অঞ্চলে।
এদিকে করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আইপিএল পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। টুর্নামেন্টের শেয়ারহোল্ডারসহ জনগণের স্বাস্থ্য সুরক্ষা সম্বন্ধে বিসিসিআই যথেষ্ট সচেতন।