আন্তর্জাতিক

ভারত লকডাউন হলো আগামী ২১ দিনের জন্য

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে, আজ মধ্যরাত থেকে পরবর্তী তিন সপ্তাহের জন্য পুরো ভারতে লকডাউন ঘোষণা করেছেন।

মোদি তার ভাষণে বলেন, এটা না করলে ভারত আরও ২১ বছর পেছনে চলে যাবে।

মোদি বলেন, আপনাদের কাছে অনুরোধ, এই সময় যে যেখানে রয়েছেন, সেখানেই থাকুন।

তিনি বলেন, প্রত্যেক ভারতীয়, প্রত্যেক পরিবারকে বাঁচানোই আমাদের প্রধান লক্ষ্য।

দেশের পরিস্থিতিতে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় বলেও উল্লেখ করেছে মোদি। এর আগে গত দুইদিন ধরে ভারতের রাজ্য লকডাউন করে দেয়া হয়েছে।

মোদি বলেন, রাজ্য সরকারগুলোর এই সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, এমন দায়িত্বহীনতা চলতে থাকলে, ভারতকে এর চরম মূল্য দিতে হবে। কী ক্ষতি হবে তা অনুমানও করতে পারবেন না।

এসময় গত ২২ মার্চ জনতা কারফিউ স্বতঃস্ফূর্তভাবে পালন করায় দেশবাসীকে ধন্যবাদ জানান মোদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Unblock Your Adblocker!