সেলিব্রিটি

রাজনীতিতে রজনীকান্ত, দলের প্রধান হয়েই কাজ করতে চান

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল তিনি রাজনীতিতে নামবেন। এবার আনুষ্ঠানিকভাবে নামলেন তিনি। নেমেই বললেন, তিনি কোনো দিন মুখ্যমন্ত্রী হতে চাননি। তিনি শুধু চেয়েছেন রাজনৈতিক পরিবর্তন।

তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন আগামী বছর। তার আগে রাজনীতিতে প্রবেশের পরিকল্পনা করে ফেলেন থ্যালাইভা।

গত সপ্তাহে তিনি ঘোষণা করেন, তিনি নতুন রাজনৈতিক দল গঠন করবেন। তা নিয়েই বৃহস্পতিবার আয়োজিত সাংবাদ সম্মেলনে রজনীকান্ত বলেন, ‘আমি কখনো মুখ্যমন্ত্রী পদের কথা ভাবিনি। বিধানসভায় বসব, এটা ভাবিনি। আমি শুধু রাজনীতিতে একটা পরিবর্তন চেয়েছি।

এখনই যদি রাজনীতি ও সরকারে পরিবর্তন না আসে, তাহলে আর তা কখনো হবে না। আমি দলের প্রধান হয়েই থাকতে চাই।’

সত্তর ছুঁইছুই রজনীকান্ত চেন্নাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে ওই সংবাদ সম্মেলনে বলেন, ‘দুজন লিজেন্ড ছিলেন আমাদের রাজনীতিতে, একজন জয়ললিতা ও অপরজন করুণানিধি। মানুষ তাঁদের ভোট দিয়েছেন। কিন্তু একটু ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এখন পরিবর্তন আনতে আমাদের নতুন আন্দোলন শুরু করা দরকার।’

অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের রাজনীতিতে আসার আহ্বান জানান তিনি। যে দলগুলো বর্তমানে আছে, তাদের কারও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই বলে মত থ্যালাইভার।

তাঁর নয়া দলে তরুণ প্রজন্মকে কাজ করার সুবিধা করে দিতে চান বলে রজনী জানিয়েছেন। তিনি বলেন, ‘বিগত বছরে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছি, তাকে কাজে লাগাতে চাই। আশা করি আমাদের লোকদের প্রতি আপনারা বিশ্বাস রাখবেন।’

এর আগে ভারতীয় সাময়িকী ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে রজনীকান্ত বলেছিলেন, রাজনীতি একটি বিপজ্জনক খেলা। রজনীকান্তের ভাষায়, ‘রাজনীতি অনেক বড় খেলা এবং খুব বিপজ্জনকও। তাই আমাকে খুব সতর্কভাবে খেলতে হবে। সঠিক সময় বেছে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Unblock Your Adblocker!