বিনোদনমুভি হাউজসেলিব্রিটি

সুন্দরবনকে জলদুস্যদের থেকে মুক্ত করতে ঢাকায় দর্শনা বণিক

 

কলকাতার তরুণ প্রজন্মের মডেল-অভিনেত্রী দর্শনা বণিক। গেল মাসে তার অভিনীত ‘হুল্লোড়’ ছবিটি মুক্তি পেয়েছে। ওই ছবিতে আরও ছিলেন সোহম, শ্রাবন্তী, ওম।

দর্শনা বণিক

গেল ২ মার্চ ঢাকায় এসেছেন তিনি। এর পূর্বে বাংলাদেশে গায়ক ইমরানের ‘তোর নামের ইচ্ছেরা’ গানের মডেল হিসেবে দেখা গিয়েছিল তাকে। এবার চলচ্চিত্রে কাজ করছেন তিনি।

সুন্দরবনকে জলদুস্যদের থেকে মুক্ত করার অভিযানের গল্প নিয়ে তৈরী হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’ নামের একটি বাংলা সিনেমা। এরই মধ্যে এই সিনেমার কাজ শুরু হয়ে গেছে। এই সিনেমাটি পরিচালনা করছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন।

‘অপারেশন সুন্দরবন’ ছবিতে দেখা যাবে তাকে। এ ছবিতে চিত্রনায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, রোশান, তাসকিন রহমান, সামিনা বাশার, মনোজ প্রামাণিক, দীপু ইমাম, শেখ এহসানুর রহমানসহ অনেকেই অভিনয় করেছেন।

পরিচালনা করছেন দীপংকর দীপন। বর্তমানে ছবিটির শেষ লটের শুটিং চলছে সুন্দরবনে। টানা কাজ শেষ করে আগামী সপ্তাহেই কলকাতায় উড়াল দেবেন দর্শনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Unblock Your Adblocker!